অভিমানী
অভিমানী, দেখিস একদিন হঠাৎ করেই এই পাগলটা তুকে ফাঁকি দিয়ে হারিয়ে যাবে অজানায়
এখানে সেখানে কতখানেই না খুজে বেড়াবি আমায়
পাবিনা...
আচ্ছা, আমি যখন থাকবোনা তখনও কি আমার সাথে অভিমান করে অশ্রুসিক্ত চোখে গাল ফুলিয়ে একাকী বসে থাকবি??
যখন আর খুনসুটি হবেনা
রাগিয়ে তুকে রাগ ভাঙ্গাতে আমি আর আসবোনা
মুঁছে দেবনা ভেঁজা চোখ আর বলবোনা ...
এই রেগে গেলে ছোটদের মতো কেঁদে দিস কেনো রে?
জানিস রেগে গিয়ে যখন তুর চোখে পানি চলে আসে তখন ভারী সুন্দর লাগে তুকে
তাই তো এতো করে রাগাই..
অন্য দিনের মতো সে দিন আর আমার শার্টের কলার চেপে ধরে আমার বুকে মুখ লুকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলার সুযোগ পাবিনা তুকে খুব ভালবাসি রে!
এখানে সেখানে কতখানেই না খুজে বেড়াবি আমায়
পাবিনা...
আচ্ছা, আমি যখন থাকবোনা তখনও কি আমার সাথে অভিমান করে অশ্রুসিক্ত চোখে গাল ফুলিয়ে একাকী বসে থাকবি??
যখন আর খুনসুটি হবেনা
রাগিয়ে তুকে রাগ ভাঙ্গাতে আমি আর আসবোনা
মুঁছে দেবনা ভেঁজা চোখ আর বলবোনা ...
এই রেগে গেলে ছোটদের মতো কেঁদে দিস কেনো রে?
জানিস রেগে গিয়ে যখন তুর চোখে পানি চলে আসে তখন ভারী সুন্দর লাগে তুকে
তাই তো এতো করে রাগাই..
অন্য দিনের মতো সে দিন আর আমার শার্টের কলার চেপে ধরে আমার বুকে মুখ লুকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলার সুযোগ পাবিনা তুকে খুব ভালবাসি রে!
Comments
Post a Comment