সবার হৃদয় থেকে হারিয়ে যাওয়ার ভয়
মানুষ তো চিরকাল বেঁচে থাকেনা। আমিও থাকবোনা।
আচ্ছা, আমি যখন এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবো আর কখনো ফিরে আসবোনা তখন কি কারো ভাবনায় আমার জায়গা হবে নাকি সবাই আমাকে ভুলে যাবে??
আমি চলে যাওয়ার আগে তো কিছু স্মৃতি রেখে যাবো কেউ কি সেই স্মৃতি গুলো যত্ন করে পোষে রাখবে নাকি আমি চলে যাওয়ার সাথে সাথে সবাই তাদের মন থেকে আমার রেখে যাওয়া স্মৃতি গুলোও... মুছে ফেলবে?
এক সময় আমাকে ছাড়া যাদের সকাল বিকেল আড্ডা জমতোনা। যাদের সাথে বসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। কখনো যদি কোনো কারনে না যেতাম তারা সে কি অভিমান আর মন খারাপই না করতো!
আচ্ছা আমি চলে যাওয়ার পরেও কি তারা আমার কথা এভাবে মনে রাখবে?? ভালবাসবে??
নাকি আমি চলে যাওয়ার কিছু দিন যেতে না যেতেই আমি তাদের মন থেকে হারিয়ে যাবো??
তারা কেউ কি আমার কথা ভেবে কষ্ট পাবেনা?
আমার অভাবটা কি তাদের যন্ত্রনা দিবেনা?
নাকি আমার জায়গাটা অন্য কেউ দখল করে নিবে আর আমার প্রয়োজন ফুরিয়ে যাবে?
আচ্ছা, আমি যখন এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবো আর কখনো ফিরে আসবোনা তখন কি কারো ভাবনায় আমার জায়গা হবে নাকি সবাই আমাকে ভুলে যাবে??
আমি চলে যাওয়ার আগে তো কিছু স্মৃতি রেখে যাবো কেউ কি সেই স্মৃতি গুলো যত্ন করে পোষে রাখবে নাকি আমি চলে যাওয়ার সাথে সাথে সবাই তাদের মন থেকে আমার রেখে যাওয়া স্মৃতি গুলোও... মুছে ফেলবে?
এক সময় আমাকে ছাড়া যাদের সকাল বিকেল আড্ডা জমতোনা। যাদের সাথে বসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। কখনো যদি কোনো কারনে না যেতাম তারা সে কি অভিমান আর মন খারাপই না করতো!
আচ্ছা আমি চলে যাওয়ার পরেও কি তারা আমার কথা এভাবে মনে রাখবে?? ভালবাসবে??
নাকি আমি চলে যাওয়ার কিছু দিন যেতে না যেতেই আমি তাদের মন থেকে হারিয়ে যাবো??
তারা কেউ কি আমার কথা ভেবে কষ্ট পাবেনা?
আমার অভাবটা কি তাদের যন্ত্রনা দিবেনা?
নাকি আমার জায়গাটা অন্য কেউ দখল করে নিবে আর আমার প্রয়োজন ফুরিয়ে যাবে?
Comments
Post a Comment